সাজেকে পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, তবে আগুন অনেক বড়।

সৈয়দ শাহীন নামে একজন কটেজের মালিক জানান, রিসোর্ট, কটেজ ও দোকানসহ প্রায় ৩০টি স্থাপনায় আগুন লেগেছে। এখনো আগুন জ্বলছে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।