রামেকে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
রাজশাহীতে দ্বিতীয় দিনের মত চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।
এরআগে রোববার থেকে পাঁচ দফা দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন তারা। আর চিকিৎসকদের কমপ্লিট শাট ডাউনের দ্বিতীয় দিনে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রামেক হাসপাতালের রোগী ও স্বজনরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ বলেন, আমরা আমাদের কর্মবিরতি চলমান রেখেছি। আজো আমরা কেউ কর্মে ফিরিনি। সেই সঙ্গে আমাদের প্রথম থেকে পঞ্চম বর্ষের সব ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছি।
তিনি আরও বলে, বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে গিয়ে তাদের ওটিতে ডাক্তার ছাড়া যাতে কেউ না ঢুকতে পারে সেই বিষয়ে কথা বলে এসেছি। আগামী কাল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতিকে আমরা স্মারকলিপি প্রদান করবো।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। রামেক হাসপাতালের বিভিন্ন বিভাগে গিয়ে দেখা যায়, ওয়ার্ডগুলোতে কোনো ইন্টার্ন চিকিৎসক নেই। এছাড়া ওয়ার্ডে দেখা পাওয়া যাচ্ছে না সিনিয়র চিকিৎসকদেরও।
হাসপাতালে আসা রোগীর স্বজন নাসির উদ্দিন বলেন, সকালে একবার শুধু ডাক্তারের দেখা পেয়েছি। কিন্তু সারাদিন গেলো আর ডাক্তারের দেখ পায় নি।
পুঠিয়া থেকে আসা শিরিন আখতার বলেন, জরুরি বিভাগ থেকে ওয়ার্ড কোথাও ডাক্তার নেই। সকাল থেকে বসে আছি। বড় ডাক্তার আসলে চিকিৎসা শুরু হবে।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফএম শামীম আহম্মদ জানিয়েছেন হাসপাতালে ৬০টি ওয়ার্ড রয়েছে। আর ওয়ার্ডগুলোতে চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটছে না। কারণ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ২৪০ জন। তারা না থাকায় মিড লেভেলের চিকিৎসক ও বেসরকারি অনারারি মেডিকেল কর্মকর্তাদের দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস