মাদকসেবন নিয়ে তর্কের সময় বন্ধুকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১২ এএম, ০১ মার্চ ২০২৫
নিহত বেলাল হোসেন

ফেনীর ছাগলনাইয়ায় মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বেলাল হোসেন (২১) নামে এক যুবককে হত্যার ঘটনায় তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ সতর গ্রামের তুলাতুলি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারা হলেন, ছাগলনাইয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. আলা উদ্দিনের ছেলে আসলাম উদ্দিন, নুর হোসেনের ছেলে রফিকুল ইসলাম হৃদয় ও মো. আলমগীরের ছেলে জিহাদ উদ্দিন।

জানা যায়, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশ থেকে বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতে নিহত বেলালের বাবা নুরুল আলম মিন্টু থানায় হত্যা মামলা করেন।

মাদকসেবন নিয়ে তর্কের সময় বন্ধুকে হত্যা

পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ দক্ষিণ সতর গ্রামের তুলাতুলি বাজার থেকে একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জিজ্ঞাসাবাদের বেলালের তিন বন্ধুকে থানায় নিয়ে আসে। একপর্যায়ে তারা মাদক সেবন নিয়ে কাটাকাটিতে বেলালকে হত্যার করা হয়েছে বলে জানান।

ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন, বেলালকে হত্যায় জড়িত তিনজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পরে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুজনের তিনদিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতার তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছেন এতে বেলালকে হত্যা করা হয়েছে বিষয়টি স্পষ্ট। তবে কীভাবে হত্যা করা হয়েছে, এ ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। আশা করি স্বল্প সময়ের মধ্যেই পুরো ঘটনা সামনে আসবে।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।