সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৩ মার্চ ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

রোববার (২ মার্চ) রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার মর্তুজ আলী শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে।

শান্তিগঞ্জ থানা পুলিশের তথ্যমতে, সুনামগঞ্জের পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের দিকনির্দেশনায় গনিগঞ্জ বাজারে ডাকাতদের একটি দল রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শান্তিগঞ্জ থানা পুলিশ। প্রায় দুই ঘণ্টার অভিযানে গনিগঞ্জ বাজার থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও চারটি কার্তুজসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হবে৷

লিপসন আহমেদ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।