সাংসদ আমানুরের ভাতিজাকে অস্ত্রসহ গ্রেফতার


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাতিজাকে ব্যাপক অস্ত্রসহ গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে শহরের জেলা সদর রোডের আকুর টাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে রেজোয়ান খান পুনমকে একাধিক দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার কক্ষ ও আশপাশের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুটি ৭ পয়েন্ট ৬৫ পিস্তল, একটি নাইন এমএম পিস্তল, ১৭ রাউন্ড গুলি, চারটি দেশীয় ধারালো অস্ত্র, তিনটি চাইনিজ কুড়াল, সামুরাই, হাতুড়ি, চেইন, মার্বেল, গুলতি, বেশ কিছু ইয়াবা, গাঁজা, বিদেশি মুদ্রা সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
   পুনমের ঘর থেকে উদ্ধাকৃত দেশি-বিদেশি অস্ত্র

এছাড়া আটক পুনমের ঘর থেকে নম্বরবিহীন একটি এপাচি আরটিআর মোটরসাইকেলও জব্দ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।