টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৮ মার্চ ২০২৫

টেকনাফে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় চারটি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলাসহ তিনজনকে আটক করা হয়।

উদ্ধার যুবক আরেফুল ইসলাম শুভ (২৫) নরসিংদী মনোহরদি চন্দনবাড়ি আরমান মিয়ার ছেলে।

আর আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাসেমের ছেলে হেলাল উদ্দিন (৪৬), একই এলাকার নাজির হোসেনের ছেলে আলতাস (৪৫) ও ইকরামের ছেলে মুজিব (৪২)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ মার্চ) রাতে টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অপহরণ চক্রের মূলহোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার দুই সহযোগীসহ আটক করা হয়। এসময় তার বাসা থেকে অপহরণের শিকার আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, অপহরণের শিকার ব্যক্তি ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মুজিবের কাছে আসেন। মুজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।

এরপর চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান ওসি।

আটক হেলাল উদ্দিনের বাড়ি তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে এর আগে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।