কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯ পিএম, ১০ মার্চ ২০২৫

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০মার্চ) ভোরে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসের নিচে মর্নিংওয়াকের সময় একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে জানান পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন।

এ ঘটনায় গ্রেফতার মুহাম্মদ তারেক ওরফে সুইচ্চা তারেক (২৪) মোহাজের পাড়ার বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, সকাল ১০ টার দিকে একজন মার্কিন নারী হাঁটতে বের হলে পেছন থেকে তারেক নামের যুবকটি তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই মার্কিন নাগরিক পুলিশকে বিষয়টি অবগত করেন।

এরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিযানে নামে পুলিশ। বিকাল ৪টার দিকে অভিযুক্ত যুবক তারেককে কক্সবাজার পৌরসভার ঝাউতলা থেকে আটক করা সম্ভব হয়।

পরে তাকে ওই নারীর মুখোমুখি করে শনাক্তের পর মামলা করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর, এসএএল/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।