নওগাঁয় চায়ের দোকানে নির্বাচনী আমেজ


প্রকাশিত: ০৩:১৯ এএম, ২৫ মে ২০১৬

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দায় চায়ের স্টলে স্টলে বইছে নির্বাচনী হাওয়া। কোনো প্রার্থী নির্বাচনে বিজয়ী হবেন এ নিয়ে চলছে কানাঘোষা। তবে ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করবেন এমনটাই জানা গেছে।

মান্দা উপজেলার গেটের পাশে চায়ের দোকানে স্থানীয় কয়েকজন ব্যক্তি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে যে যার মতো বিভিন্ন মন্তব্য করছিলেন। সব জায়াগায় নৌকার জয় হচ্ছে। এবার সদর ইউনিয়নেও নৌকার জয়ই হবে। যে যতোই দৌড়ঝাপ করুক না কেন কোনো কাজ হবে না।

চা চা খেতে সাইদুর রহমান, মমতাজ রহমান, আফজাল হোসেন জানান, এবার আওয়ামী লীগের নৌকার জোয়ার বইছে। মান্দা উপজেলায় যারা নৌকা প্রতীক পেয়েছে তারাও জয়লাভ করবে।

বয়োজ্যেষ্ঠ আহাদ আলী মোল্লা জানান, সবাই ভোট চাচ্ছেন। কারে রেখে কারে দিমু কিছুই বুঝি না বাপু। ভোটের সময় ভাই ভাই। ভোট শেষে কেউ নাই। ভোটে জেতার পর চেয়ারম্যানরা আর চিনতে পারেন না। এলাকার কোনো কাজ করে না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন। তবে সময় হলে পছন্দমতো প্রার্থীকেই ভোট দেবেন বলে জানান।
 
চায়ের দোকানদার নবো জানান, গত কয়েকদিন থেকে দোকানে শুধু নির্বাচনী আলোচনার ঝড় বইছে। নানান জনের নানা মত। দোকানে চাও ভাল বেচা হচ্ছে। তবে যে প্রার্থী জয়ী হোক না কেন আমাকে চা বেঁচেই খেতে হবে।

মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৪ জন, বিএনপির ১৪ জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দুইজন এবং জামায়াতে ইসলামীর ৯ জনসহ স্বতন্ত্র ৫৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৪২টি ওর্য়াডে সংরক্ষিত সদস্য পদে ১৭৫ জন এবং ১২৬টি ওর্য়াডে সাধারণ সদস্য পদে ৫৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ২ লাখ ৬২ হাজার ৬৫৪ জন ভোটার রয়েছেন।

আব্বাস আলী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।