বাকি বিক্রিতে হারান মূলধন, দেনার দায়ে দোকানির বিষপান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৭ মার্চ ২০২৫
ব্যবসায়ী টিটু সূত্রধর/ ছবি- সংগৃহীত

জীবিকার তাগিদে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন টিটু সূত্রধর (৩৫)। প্রায় এক যুগ ব্যবসা করতে গিয়ে লোকসান এবং বাকি মিলিয়ে হারান নিজের মূলধন। এরপর ব্যবসা টিকিয়ে রাখতে বিভিন্ন জনের কাছে নিজেই দেনা হয়ে পড়েন। তবে পাওনাদারদের চাপ সইতে না পেরে বিষ পান করে অত্মহত্যা করেন এ ব্যবসায়ী।

রোববার (১৬ মার্চ) পারিবারিক সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতের পাড়ার স্বপন সূত্রধরের ছেলে টিটু ইউনিটেক্স মিলের সামনে চৌধুরী মার্কেটে দোকান নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন ২০১৩ সালে। এরপর বাকিতে বিক্রির টাকা আদায় না হওয়ায় মালামাল কিনতে গিয়ে অনেক টাকা দেনা হয়ে পড়েন।

একদিকে বাকি বিক্রির টাকা আদায় না হওয়া, অন্যদিকে পাওনাদারদের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেন তিনি। শনিবার সন্ধ্যায় বিষ পান করলে পরিবারের লোকজন দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে মারা যান টিটু।

স্থানীয়রা জানান, পরিচিত বন্ধু-বান্ধবদের বাকিতে পণ্য দিয়ে দোকানের মূলধন হারিয়ে ফেলেন টিটু। এরপর দোকানে মালামাল তুলতে গিয়ে অনেক দেনা হয়ে যায়। সামনে ঈদ, ফলে পাওনাদাররা টাকা পরিশোধে চাপ দিতে থাকেন। এতে মনোবল হারিয়ে হতাশ হয়ে পড়েন টিটু।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বাঁশবাড়িয়ায় একজন বিষপান করার খবর শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তার আগে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনেছি হাসপাতালে মৃত্যু হয়েছে। মরদেহ সেখানে রয়েছে।

এম মাঈন উদ্দিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।