রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশসহ আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:০৬ এএম, ১৮ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন আবু হানিফ নামে এক পুলিশ সদস্য। রোববার (১৭ মার্চ) দিনগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। তারা পুলিশ সদস্য আবু হানিফ ছুরিকাঘাত করে। হানিফকে রক্ষা করতে গেলে মো. সজিব নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হন। পরে খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা এখন শঙ্কাযুক্ত। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।