ঝিনাইদহে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

ঝিনাইদহের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায়  শৈলকুপায় উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কুদ্দুস (৫৫)।

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী অপর আওয়ামী লীগ নেতা ফারুক গ্রুপের নেতাকর্মীরা পরস্পরের বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট শুরু করে। একপর্যায়ে ১২টার দিকে ফারুক গ্রুপের কর্মী আব্দুল কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে আরো ব্যাপক আকার ধারণ করে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।