হাসিনার ফ‌্যাসিস্ট কাঠামোকে বিদ‌ায় করবো: সামান্তা সারমিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৯ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ছাত্র-জনতা মিলে দিল্লির গোলাম ফ‌্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিদ‌ায় করেছি। এবার হাসিনার ফ‌্যাসিস্ট কাঠামোকে দেশ থেকে বিদ‌ায় করবো। এ জন‌্য আমাদের সবাইকে ঐক‌্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৯ মার্চ) জেলা পরিষদ মিলনায়তনে ফ‌্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারকে নিয়ে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেউ কেড়ে নিতে পারবে না। আমরা তরুণরা সংসদে গিয়ে সংবিধান পরিবর্তন করে নতুন রাষ্ট্র কাঠামো আনবো। আমরা সাহস দেখিয়েছি আগামীতে সংসদে গিয়ে প্রজ্ঞা দেখিয়ে ছাড়বো।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি প্রতিজ্ঞা করছেন ভোলার গ‌্যাস ক্ষেত্রের গ‌্যাস আগে ভোলার মানুষই পাবে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জাতীয় পার্টি (বিজেপি)র জেলার সভাপতি আমিনুল ইসলাম রতনসহ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস‌্যরা বক্তব্য রাখেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।