শেরপুরে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
শেরপুরে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেফতার হওয়া চিকিৎসক ডা. শরীফুল ইসলামের মুক্তির দাবিতে আজ (শুক্রবার) থেকে চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখা এ ধর্মঘটের ডাক দিয়েছে।
এদিকে, চিকিৎসকদের ধর্মঘটের খবরে রোগী ও সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয় চিকিৎসকরা ছাড়াও শুক্রবার শেরপুরের বাইরে থেকে অন্তত অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে থাকেন। চিকিৎসাধীন অনেকের চিকিৎসক দেখানোর আগাম তারিখও রয়েছে। এ ধর্মঘটের কারণে ওইসব রোগীদের দুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শেরপুর জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা বৃহস্পতিবার রাতে বলেন, চিকিৎসক শরিফুল ইসলাম শরিফের নিঃশর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার শেরপুর জেলা হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত বিএমএর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমএ জেলা সভাপতি ডা. এম. এ. বারেক তোতা। এতে সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, বিএমএর সাবেক সভাপতি এ.টি.এম. মামুন জোসসহ সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বিএমএর সাবেক সভাপতি এ.টি.এম. মামুন জোস সাংবাদিকদের বলেন, চিকিৎসক শরীফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীর সঙ্গে সামাজিকভাবে আসামি পক্ষের আপসরফা হয়েছে। মামলার বাদীকে বিপুল অংকের আর্থিক ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তারপরও তিনি (শরীফুল) জামিন না পাওয়ায় চিকিৎসকরা বাধ্য হয়ে ধর্মঘট আহ্বান করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর ভুল চিকিৎসায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের এক গৃহবধূর বাম স্তন কেটে ফেলার অভিযোগে ডা. শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত ২০ মে শুক্রবার শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়গনস্টিক সেন্টার থেকে ডা. শরীফুল ইসলামকে গ্রেফতার করে।
হাকিম বাবুল/এসএস/এমএস