ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। টানা ৯ দিন ছুটি শেষে রোববার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে চাল, ডাল, মসলা জাতীয় পণ্যসহ নানা পণ্য আমদানি হচ্ছে।

মো. মাহাবুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।