বারহাট্টায় কৃষক হত্যার ঘটনায় গ্রেফতার ৩


প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৭ মে ২০১৬

নেত্রকোনায়র বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক শহীদ মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী গ্রাম থেকে প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে নয়জনকে আসামি করে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, শহীদ মিয়া (৩২), স্বপন মিয়া (২৮) ও সোনা মিয়া (৩৫)। আসামিরা সবাই ছন্দু মিয়ার ওরফে চন্দনের লোকজন।

বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জাগো নিউজকে জানান, আটক শহীদ মিয়া কৃষক হত্যা মামলার প্রধান আসামি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তার হাতে থাকা দায়ের কোপেই কৃষক শহীদ মিয়া খুন হয়েছেন। আজ শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জাগো নিউজকে জানান, মামলার এজাহারভুক্ত নয় আসামির মধ্যে প্রধান আসামিসহ তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় কৃষক শহীদ মিয়া (৬০) খুন হন। প্রতিপক্ষরা তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনায় শহীদ মিয়ার স্ত্রী জহুরা খাতুনসহ আহত হন আরো ছয়জন। আহতদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।