সেন্টমার্টিনে তিন মাসে ৩ হাজার কাছিমের ছানা সাগরে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১২ এপ্রিল ২০২৫

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এ বছরের গত তিন মাসে সাগরে ৩ হাজার ১০৬টি কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তর কচ্ছপ হ্যাচারির সুপার ভাইজার মো. আব্দুল আজিজ।

তিনি জানান, শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পূর্ব বিচ থেকে ৮৪টি কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। এর আগে এ বছরের গত তিন মাসে সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন স্থানে ৪ হাজার ১৫৭টি মা-কাছিমের ডিম থেকে ৩ হাজার ২২টি কাছিমের ছানা বিচের বিভিন্ন পয়েন্টে সাগরে অবমুক্ত করা হয়। এ বছরের প্রজনন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে মা কাছিম থেকে ডিম সংরক্ষণ ও কাছিমের ছানা সাগরে অবমুক্তকরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সেন্টমার্টিনে তিন মাসে ৩ হাজার কাছিমের ছানা সাগরে অবমুক্ত

তিনি আরও জানান, ডিমগুলো সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতায় সংগ্রহ করে বেসরকারি উন্নয়ন সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ব্যবস্থাপনায় পরিচালিত একটি হ্যাচারিতে কাছিমের বাচ্চা ফুটানো হয়।

জাহাঙ্গীর আলম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।