শরীয়তপুর

ঝটিকা মিছিলের পর আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২১ এপ্রিল ২০২৫

শরীয়তপুরে রাতের আঁধারে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

গ্রেফতাররা হলেন, ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল মাদবর, চিকন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বেপারী, দক্ষিণ শৌলা এলাকার যুবলীগ কর্মী রাজিব ফকির ও শৌলপাড়া ইউনিয়নের উত্তর চিকন্দী এলাকার যুবলীগ কর্মী রুবেল খান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দলের নেতাকর্মীরা সারাদেশে বিভিন্ন সময় ঝটিকা বিক্ষোভ মিছিল বের করছে। তারই অংশ হিসেবে শনিবার রাতে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ও পালং সড়কের মাঝামাঝি স্থানে মশাল জ্বালিয়ে একটি ঝটিকা মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ে। ওই ভিডিওটিতে দেখা যায়, বেশকিছু লোক মুখে মাস্ক পড়ে বাঁশের মাথায় মশাল বানিয়ে আগুন জ্বালিয়ে সড়কে মিছিল করছে।

এ ঘটনার পরপর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালায়। পরে ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল মাদবর, চিকন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বেপারী, দক্ষিণ শৌলা এলাকার যুবলীগ কর্মী রাজিব ফকির ও শৌলপাড়া ইউনিয়নের উত্তর চিকন্দী এলাকার যুবলীগ কর্মী রুবেল খানসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিধান মজুমদার অনি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।