ছাত্রলীগ কর্মীকে নির্যাতন

নাটোরে সেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২২ এপ্রিল ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর এনএস সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এই বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। তবে কী কারণে এই কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, নাটোর জেলা শাখার অধীনস্থ নবাব সিরাজদৌলা (এন এস) সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

তবে নাটোর জেলা ছাত্রদল সূত্র জানায়, গত রোববার দুপুরে ছাত্রলীগ কর্মী কদরকে মারধর করে রিকশায় ঝুলিয়ে গান বাজিয়ে শহর প্রদক্ষিণ করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া এই নির্যাতনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, তারাও এন এস সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত সংক্রান্ত পত্র পেয়েছেন। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে ছাত্রদল কোনো ছাড় দেবে না।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।