পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৩ মে ২০২৫

পাবনা সদর উপজেলায় মধ্যরাতে এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত বাবুল শেখ (৪০) ইউনিয়নের বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিভার জনিত রোগের কারণে গত দুই বছর আগে বিদেশ থেকে দেশে চলে আসেন বাবুল শেখ। এরপর থেকে বাড়িতেই থাকেন। অসুস্থতাজনিত কারণে কাজও করতে পারেন না। সোমবার রাতে এলাকার বাজারে চা পান করে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন। এছাড়া গত দুই থেকে আড়াই বছর আগে স্থানীয় একটি মার্ডারের সঙ্গেও জড়িত ছিলেন। এরপর এ ঘটনা থেকে আড়ালে থাকতে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এসব ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে পুরো বিষয় জানা যাবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

আলমগীর হোসাইন নাবিল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।