পেটে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৬ মে ২০২৫

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৬ মে) সকালে শহরের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সুবেল মিয়া।

তিনি বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছেন। শুক্রবার কসাইখানা পরিদর্শক বাজারে গিয়ে গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা করে দেখতে পান গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ করেছিল।

ভেটেরিনারি সার্জন মো. শাহিন আলম বলেন, একটি গরু জবাই করা হয়েছে জানতে পেরে সেখানে গরুটি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, এর পেটে প্রায় দুই মাসের বাচ্চা ছিল।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মাংস ব্যবসায়ী সুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দোষ স্বীকার করেন। এরপর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৭০ কেজি মাংস জব্দ করে সবার সামনে মাটিতে পুতে রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল ও পুলিশের একটি টিম।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।