মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৭ মে ২০২৫

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৭ মে) ভোর থেকে নিখোঁজকে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস।

এর আগে শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সুমন সিপাহী একই এলাকার কালু সিপাহীর ছেলে।

আহত, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার যুবকেরা পিকনিকের আয়োজন করেন। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘোরেন তারা। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটির ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলার ডুবে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাদের অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়। এসময় সুমন সিপাহী নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ বলেন, আহতদের মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি। রাতে উদ্ধার অভিযান চালানোর মতো যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করা হয়েছে ফায়ার।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।