খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল শুরু


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০১ জুন ২০১৬
ফাইল ছবি

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে দুই শ্রমিক সংগঠনের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে টানা তিনদিন যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকার পর বুধবার চালু হয়েছে।

খাগড়াছড়ি ও নাজিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের সমঝোতা বৈঠক শেষে গুরুত্বপূর্ণ এ সড়কে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে টানা তিন ঘণ্টা চলে। বৈঠকে খাগড়াছড়ি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহবুব-উল-আলম ও নাজিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন বৈঠকে স্ব-স্ব সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন।

প্রসঙ্গত, গত ৬ মে গাড়ির সিরিয়াল নেয়া ও টিকিট কাটাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও নাজিরহাট পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে নাজিরহাট পরিবহন শ্রমিকরা খাগড়াছড়ি পরিবহন শ্রমিকদের উপর হামলা চালায়। এ ঘটনায় রোববার থেকে দুটি সংগঠনের শ্রমিকরা সব ধরনের যাত্রীবাহী যানবাহন বন্ধ করে দেয়।

মুজিবুর রহমান ভুইয়া/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।