পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ২১ মে ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন দুটি হলো ১ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ ও ৮ নম্বর হোসেন্দী ইউনিয়ন পরিষদ।

বুধবার (২১ মে) জেলা প্রশাসক ফৌজিয়া খান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে পাকুন্দিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান এবং হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে পাকুন্দিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূর-ই আলম দায়িত্ব পেয়েছেন।

অফিসে আদেশে জানা যায়, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলাজনিত কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদটি অপসারণজনিত কারণে শূন্য রয়েছে উল্লেখ করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী এই দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগের সত্যতা নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।