ঝিনাইদহে খাল খননে অনিয়মের অভিযোগ


প্রকাশিত: ০৫:০৫ এএম, ০২ জুন ২০১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর ও লতিডাঙ্গা অভিমুখে বয়ে যাওয়া টি-১ (এস-২) সেচ খাল খননে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

২.৫ কিলোমিটার খননের কাজ কোনো রকমে করে ছেড়ে দেয়া হয়েছে। আর এই কাজটি করেছেন হরিণাকুন্ডু উপজেলার পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) কামাল হোসেন আখন্দ নিজেই।

স্থানীয় ব্যক্তিরা দাবি করেন, এই খালের দুই পাশে হাজার বিঘা চাষযোগ্য জমি। বছরের পর বছর এই খালের পানি দিয়ে ধান, কলা, পানের বরজসহ বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। কিন্তু যেভাবে খালটি খনন করা হয়েছে তাতে এ বছরেই এটি আবারো ভরাট হয়ে যাবে, তাতে করে জমিগুলো হুমকির মুখে পড়বে।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম অভিযোগ করে বলেন, খাল খননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খালটির দু`পাড়ে লাগানো বনজ ও ফলদ ও গাছ কেটে কামাল আখন্দ লাখ লাখ টাকা পকেটস্থ করেন।

জানা যায়, ওয়াপদা কর্তৃপক্ষ ১১ লাখ টাকার ই-টেন্ডার করে। টেন্ডারে খুলনার আমিন অ্যান্ড কোং নামে ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ পায়। শাখা কর্মকর্তা (এসও) কামাল হোসেন আখন্দ নিজেই ঠিকাদার সেজে কাজ করেছেন। এসও কামাল আখন্দ ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকায় কাজটি কিনে নিজেই করছেন। কাজটি সঠিক ও যথাযথভাবে সম্পন্ন করা হয়নি। কাজ না করেই তিনি বিল উত্তোলনের অপচেষ্টা করেন।

এ সকল বিষয়ে এসও কামাল আখন্দ বলেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো সঠিক নয়।

পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডাইরেক্টর ওয়াহিদুজ্জামান বলেন, তিনি ইতোমধ্যে ওই কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগের কথা শুনেছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ ও উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মতিয়ার রহমান জানান, সরেজমিনে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তাকে সতর্ক করে কাজগুলো ভালমানের করার নির্দেশনা দেয়া হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।