দিনাজপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন
লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সুশীলনের সহযোগিতায় দিনাজপুরে বেসিক আউটসোর্সিং নিয়ে সাংবাদিকদের একদিনের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি সম্মেলন কক্ষে এ কার্যক্রম সম্পন্ন হয়।
সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত দিনাজপুর প্রেসক্লাবের ৩০ জন সাংবাদিকের অংশগ্রহণে কার্যক্রমের প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
আইসিটির মাধ্যমে প্রশিক্ষিত হয়ে অর্থ উপার্জন শীর্ষক কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করেন মাসুম মিয়া ও মামুন।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি টেনে কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বী।
এসময় অনুষ্ঠানের সহযোগিতাকারী সুশীলননের রংপুর জেলা কো-অর্ডিনেটর মঞ্জুরী বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি