দর্শনা সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ জনকে পুশ ইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৪ জুন ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনা ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ছয় বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৪ জুন) ভোরে ৮৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ঠাকুরপুর ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন জানান, বিএসএফের পুশ ইনের পর তারা পরিবারটির সদস্যদের আটক করে দর্শনা থানার কাছে হস্তান্তর করেছেন।

পুশ ইন হওয়া পরিবারের সদস্যরা হলেন কুড়িগ্রামের মৃত কিতাব আলীর ছেলে শাহাজান (৪০), তার স্ত্রী কোহিনুর (৩৫), মেয়ে সাবিহা খাতুন (১৮), শারমিন (১৫), শিশুকন্যা সাথী খাতুন (৮) ও এক বছরের ছেলে নাজমুল।

ভুক্তভোগী শাহাজান বলেন, প্রায় ১৯-২০ বছর আগে আমরা কুড়িগ্রাম সীমান্ত হয়ে ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস শুরু করি। হঠাৎ করে ভারতীয়রা আমাদের বলে দেয়, কোনো বাংলাদেশি ভারতে থাকতে পারবে না। এরপর তারা আমাদের জোর করে বের করে দেয়।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বিজিবি আমাদের কাছে পরিবারটিকে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি কুড়িগ্রাম থানায় বার্তা পাঠিয়ে আত্মীয়-স্বজনকে খবর দিয়েছি।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, পরিবারটিকে দর্শনার পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। দুপুরে তাদের খাবার, গোসলসহ মৌলিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে। আত্মীয়-স্বজন এলে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।