চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৯ জুন ২০২৫

চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণ (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ভোরের দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল কিরণের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, ছয়টি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।