সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফেরা সেই নবজাতকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২২ জুন ২০২৫

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতকটি হার মেনেছে মৃত্যুর কাছে। জন্মের ২৪ ঘণ্টা পার না হতেই শনিবার (২১ জুন) রাত ৯টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র ‘স্ক্যানু’তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কন্যা শিশুটি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. ওয়াহিদ শামিম নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বাসিন্দা মাওলানা মো. জাহিদুল ইসলাম (৩৫) এবং মোছাদ্দিকা (৩০) দম্পতির ঘরে স্বাভাবিকভাবে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা শিশু। তবে শনিবার দুপুরে শিশুটির চিকিৎসা নিশ্চিতের জন্য পটুয়াখালী আসার পথে দুর্ঘটনার শিকার হয় পরিবারটি।

আরও পড়ুন-

দুর্ঘটনায় শিশুটির মা মোসাদ্দিকা বেগম (৩০), নানা মাওলানা মো. আজিজ (৭০) এবং শিশুর বাবা জাহিদুলের দাদি মোসা খালেদা বেগম (৫৫) মৃত্যুবরণ করেন। একই ঘটনায় মাওলানা মো. কুদ্দুস (৬০) এবং অটোরিকশার চালক আব্দুল ওহাব মিয়া (৫৫) গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. ওয়াহিদ শামিম বলেন, ‘শিশুটিকে যখন স্ক্যানুতে ভর্তি করা হয়, তখনই তার অবস্থা সংকটাপন্ন ছিল। মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল। দীর্ঘক্ষণ ঠান্ডা পানিতে থাকার কারণে তার শরীরে হাইপোথার্মিয়ার লক্ষণও ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।’

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।