মিরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৩ জুন ২০২৫
নিহত প্রদীপ কুমার দে

মিরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। সকালে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য মহাসড়ক পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় নিহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, সোমবার সকালে মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম মাঈন উদ্দিন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।