হবিগঞ্জে তিন হাজার কেজি ভারতীয় জিরাসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ 
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা ২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হাবিবুর রহমান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সদর উপজেলার লস্করপুরের ঢাকা-সিলেট মহাসড়কে রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান নওগাঁ জেলার সদর উপজেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে রেলক্রসিং সংলগ্ন স্থান থেকে ৯৪ বস্তায় ভরা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় জিরা বহনকারী মো. হাবিবুর রহমানকে (৫৫) আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, চোরাচালানে জড়িত আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।