সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৩ জুন ২০২৫

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কাজি রানা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভুঁইয়া বাড়ির কাজি মো. শাহজাহানের ছেলে।

তার বাবা কাজি শাহজাহান বলেন, আমার ছেলে ছয় মাস আগে প্রথমবারের মতো সৌদি আরব যায়। সে রিয়াদে একটি ফুড কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিল। সেখানে ২০ জুন ফুড ডেলিভারি করে নিজ বাসার সামনে গাড়ি পার্কিং করার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার এসে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টায় মারা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।