চুয়াডাঙ্গায় পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৫ জুন ২০২৫

চুয়াডাঙ্গায় পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২৫ জুন) চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের নাজমুল হক (৩৩) ও জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের আব্দুল খালেক (৫৫)।

আদালতের পাবলিক প্রসিকিউটর এমএম শাহাজাহান মুকুল জানান, উভয় মামলায় সাক্ষী পর্যালোচনা করে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর নাজমুল হক তার বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা বাদী হয়ে ওই বছরের ১৯ ডিসেম্বর ধর্ষণের মামলা করেন। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খসরু আলম তদন্ত শেষে আসামি নাজমুলের বিরুদ্ধে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

অপরদিকে ২০১৫ সালের ৮ জুন আব্দুল খালেক ভায়েরার শিশু কন্যাকে ধর্ষণ করেন। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ৯ জুন জীবননগর থানায় মামলা করেন। জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।