৩৩ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৭ জুন ২০২৫

নাম পরিবর্তন করে ৩৩ বছর পালিয়ে থাকার পর মো. নাসিরুল ইসলাম ওরফে শওকত (৫২) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (২৭ জুন) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৭ তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফটিকছড়ি থানায় ৩৩ বছর আগে করা এক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন আটক নাসিরুল ইসলাম। তিনি ফটিকছড়ির ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকার আহমদ হোসেন টুনুর ছেলে।

র‍্যাব-৭ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, ১৯৯২ সালের একটি হত্যা মামলায় আদালত নাসিরুল ইসলামের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই তিনি আত্মগোপনে চলে যান ও দীর্ঘ তিন দশক ছদ্মনামে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বসবাস করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা নিতে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়।

এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।