দেশে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট চালু করা হবে : এলজিআরডি মন্ত্রী


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৫ জুন ২০১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা দিয়ে দেশ শাসন সম্ভব নয়। তাই দেশে প্রভেন্সিয়াল গভর্নমেন্ট চালু করা হবে।

এছাড়া মাওয়ায় পদ্মাসেতু উদ্বোধনের সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হবে।

রোববার বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বাস্তবায়নাধীন ফরিদপুর বিভাগীয় অঞ্চলের উপজেলা চেয়ারম্যানদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
 
মন্ত্রী বলেন, রোজার মধ্যে জেলা পরিষদ আইন হবে। এরপরেই জেলা পরিষদের নির্বাচন হবে। তবে এ নির্বাচন সার্বজনীন হবে না।

মতবিনিময় সভায় মন্ত্রী উপস্থিত সকলকে আসন্ন রমজানের শুভেচ্ছা জানান।

এলজিআরডি মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, ফরিদপুর বিভাগ নিয়ে সবাই একমত হবেন এমন নয়। কিছু কথা আমার কানেও এসেছে। তবে এটি নেহাতই ভুল ধারণা। কেননা জনগণের দৈনন্দিন কাজে তাদেরকে বিভাগীয় হেড কোয়ার্টার যেতে হয় না, বরং তাদের কর্মকাণ্ড জেলা প্রশাসনের সাথেই সম্পৃক্ত থাকে। জীবনে কোন কাজে নিজেকে ঢাকা বিভাগীয় হেড কোয়ার্টারে যেতে হয়নি বলেও মন্ত্রী এসময় তার বক্তব্যে উল্লেখ করেন।
 
সভায় গোপালগঞ্জ সদরের উপজেলা চেয়ারম্যান বাচ্চু বলেন, ফরিদপুর বিভাগ হলে আমরা গোপালগঞ্জবাসী এটিকে সবসময় স্বাগত জানাবো।

সভায় বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের ২৩ জন উপজেলা চেয়ারম্যান অংশ নেন। এরআগে সকালে বৃহত্তর ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানগণ এবিষয়ে এক বৈঠকে মিলিত হন।

এস.এম. তরুন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।