দ্বিতীয় বিয়ে করে চাকরিচ্যুত এসআই, যৌতুক মামলায় গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৩ জুলাই ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে প্লাটফর্ম থেকে চাকরিচ্যুত এসআই মো. আতিকুর রহমানকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

আতিকুর রহমান (তাহামুন) চুয়াডাঙ্গা সদর থানার যুগীরহুদা গ্রামের আবু বক্করের ছেলে।

জানা গেছে, আতিকুর রহমান ২০১৬ সালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার নুরজাহান শেখকে বিয়ে করেন। তবে নানা ধরনের যৌতুক ও নির্যাতনের অভিযোগ ও প্রথম স্ত্রীর অনুমতি বাদেই বিউটি খাতুন নামে এক পুলিশ কনস্টেবলকে বিয়ে করলে প্রথম স্ত্রী ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলা করেন। এরপর বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হলে ২০২২ সালে আতিকুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রথম স্ত্রীর করা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আতিকুর রহমানকে বুধবার ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে চুয়াডাঙ্গা সদর থানার হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এসব নিশ্চিত করে বলেন, সদর থানা পুলিশের এসআই বাবলু খানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।

হুসাইন মালিক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।