সততা দেখে নেতৃত্ব নির্বাচন করুন: হাসনাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৮ জুলাই ২০২৫
সিরাজগঞ্জে পথসভায় বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

সততা দেখে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জুলাই পথসভায় অংশ নিয়ে এমন পরামর্শ দেন তিনি।

ডিসি ও এসপিদের হুঁশিয়ারি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করুন। আমরা শুনতে পাচ্ছি, ডিসি ও এসপি অফিসগুলো অনেকটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি ও এসপিদের কল্যাণের জন্য বলবো, আপনারা বাংলাদেশপন্থি ও জনগণপন্থি হোন। কারণ দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা।

তিনি আরও বলেন, এনসিপির সভায় যদি কেউ আসে তখন আপনাদের বলা হয়, কয়দিন পর তো আমরাই সরকারে আসবো। এনসিপির কোনো নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপি নেতাকর্মীরা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সব নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদের জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে যতটা সময় লাগে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঞ্চালনায় জুলাই পথসভায় বক্তব্য রাখেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রমুখ।

এম এ মালেক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।