কলকাতায় গেলো ৪০০ কেজি আম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৯ জুলাই ২০২৫

ভারতের কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি মৌসুমি ফল আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে এসব আম।

বন্দর সূত্র জানায়, আম বা ইলিশ মাছ উপহার হিসেবে ভারতে পাঠানোর সময় উভয় দেশে ডজনখানিক কর্মকর্তা উপস্থিত থাকতেন। তবে এবার ব্যতিক্রম ঘটলো। এবার আম পাঠানোর জন্য দুই দেশের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের নামে ৪০০ কেজি (৮১ কার্টন) আম ভারতে পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো ভারতে পাঠায়।

এর আগে আমগুলো নিয়ে ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের একটি ট্রাকে করে মো. মোক্তার নামের এক বাংলাদেশি ট্রাকচালক স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আসেন। পরে এখানকার আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোলে রওয়ানা দেন।

মো. জামাল হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।