সব বিষয়ে একই গ্রেড পেলো যমজ দুই ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:০২ পিএম, ১০ জুলাই ২০২৫
যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়োজিদ বয়াতি

জিহাদ আর বায়োজিদ যমজ দুই ভাই। জন্মগত এবং স্বাভাবিকভাবে তাদের চেহারার রয়েছে অভূত মিল। খেলাধুলা, লেখাপড়া এমনকী একই বিদ্যালয়ে লেখাপড়া।

এবার দুজন অংশ নিয়েছিল এসএসসি পরীক্ষায়। সবাইকে চমকে দিয়ে একই গ্রেড (জিপিএ-৪.৭৮) পেয়েছে দুই ভাই। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরে।

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী এলাকার বাসিন্দা জিহাদ হাসান ও বায়োজিদ বয়াতি। তারা ওই এলাকার কৃষক সাইদুর রহমান বয়াতি ও জুলেখা বেগম দম্পতির ছেলে। এবার সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। ওই বিদ্যালয় থেকে ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৮ জন। জিপিএ-৫ না পেলেও ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ জিপিএ- ৪.৭৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে যমজ ওই দুই ভাই। তারা দুজনই প্রত্যেক বিষয়ে সমান জিপিএ পেয়েছে।

বায়োজিদ বয়াতি বলে, ‌‘জন্মের পর আমরা একসঙ্গে বড় হয়েছি। আমরা যেমন একসঙ্গে চলেছি, একই বিভাগ নিয়ে পড়েছি। আমাদের দুই ভাইয়ের ইচ্ছা মেরিন অফিসার হওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জিহাদ হাসান বলে, ‘আমাদের দুই ভাইয়ের পছন্দ একই। সবসময় দুজন বন্ধুর মতো চলি। পরীক্ষায় একই নম্বর পেয়েছি। আগামীতেও দুই ভাই একসঙ্গে এগিয়ে যেতে চাই।’

বাবা সাইদুর রহমান বলেন, ‘ওরা যমজ। চেহারায় মিল আছে। ছোটবেলা থেকে চেয়েছি ছেলেরা যাতে ভালোভাবে পড়াশোনা করে। ওরা আজ এসএসসি পাস করেছে। আমরা চাই, ওরা মানুষের মতো মানুষ হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাক।’

এ বিষয়ে সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, ‘ওরা আমাদের বিদ্যালয় থেকে সর্বোচ্চ জিপিএ ৪.৭৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আশ্চর্যের বিষয় হলো তারা দুজনই সব বিষয়ে একই নম্বর পেয়েছে। আমরা ওদের সাফল্য কামনা করছি।’

বিধান মজুমদার অনি/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।