চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ২৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৩ জুলাই ২০২৫
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৫ বছর। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৩ জন।

রোববার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ৬৫ বছর বয়সী নুরুল আলম গত ১১ জুলাই হাসপাতালে ভর্তি হন এবং ১২ জুলাই রাতে তিনি মারা যান।

এ পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনজনের। আর চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।