মাদারীপুরে বজ্রপাতে একজন নিহত
ছবি- সংগৃহীত
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে রাজিব হোসেন (২০) নামের একজন মারা গেছেন। রোববার (১৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজিব পাট ধোয়ার জন্য বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রাজিব হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমআরএম