মাদারীপুর

হঠাৎ ভেসে এলো চিৎকার, ফ্ল্যাটে মিললো যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৮ জুলাই ২০২৫

মাদারীপুর শহরের শকুনি এলাকার একটি বদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ওই এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় শহরের পুরাতন জেলখানা মোড় এলাকার শাওন সরদার (২৪) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়াই মাস আগে শহরের শকুনি এলাকার ওই ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাট ভাড়া নেন মো. মাইনুদ্দিন হাওলাদারের ছেলে ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার। দুই সহযোগীকে নিয়ে সেখানে ওঠেন। পরে বাড়ির কেয়ারটেকার ওবায়দুর রহমান বাসাভাড়া চাইলে টালবাহানা শুরু করেন।

আরও জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্ল্যাটের ছয় তলা থেকে চিৎকার করে দরজা খোলার জন্য অনুরোধ করে শাওন সরদার নামের এক যুবক। এরপর স্থানীয়রা ছয়তলায় গেলে পচা গন্ধ পায়। এসময় তারা জানালা খুলে দেখেন এক যুবকের মরদেহ ফ্লোরে পড়ে আছে। পাশের রুমে শাওন নামে এক যুবক দরজা বন্ধ অবস্থায় অবস্থান করছেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ সময় পাশের রুম থেকে শাওন সরদারকে আটক করেছে। এছাড়াও অপর অভিযুক্ত নয়ন পলাতক রয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, ‘ঘরের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বদ্ধ ঘরের ভেতর থেকে শাওন নামের একজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।