বোচাগঞ্জে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
দিনাজপুরের বোচাগঞ্জে মরিচ ক্ষেত থেকে মো. রফিকুল ইসলাম রিয়াদ (১৭) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টায় উপজেলার রনগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. রফিকুল ইসলাম রিয়াদ উপজেলার রনগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মো. আব্দুল বাকির ছেলে।
রনগাও ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, মঙ্গলবার রাতে মসজিদে ঘুমানোর কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়াদ। রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার সকালে রিয়াদের গলা কাটা মরদেহ বাড়ির পার্শবর্তী মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে সংবাদ দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে বন্ধুদের হাতে রিয়াদ নিহত হতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করেছে।
এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি