শিবচরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২০ জুলাই ২০২৫

মাদারীপুরের শিবচরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় করা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিবচরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ওই ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা সামনে রেখে হরতাল সমর্থনে মিছিলে স্লোগান দিচ্ছে কয়েকজন কিশোর ও যুবক। এসময় ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।