ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২১ জুলাই ২০২৫
ফাইল ছবি

ফেনী জেলার পরশুরামে গত ২৪ ঘণ্টায় ৬০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ৬ ঘণ্টায় ফেনীর মুহুরি নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সোমবার (২১ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল ৯টা পর্যন্ত গত ৩ ঘণ্টায় মুহুরি নদীর পরশুরাম স্টেশনে পানি সমতল ৩২১ সে.মি. বৃদ্ধি পেয়েছে; যা বর্তমানে বিপদসীমার ১৭২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরশুরামে সকাল ৯টায় পানি সমতল ছিল ১০.৮৩ মিলিমিটার।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জাগো নিউজকে বলেন, ফেনীর নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। তবে বেশিক্ষণ থাকবে না। কিন্তু ২৪ জুলাই থেকে ফেনীতে আবার ভারী বৃষ্টি হবে, তখন আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, তিস্তার পানি এখনও বিপদসীমার ওপরে ওঠেনি। উজানে পানি কমছে, তবে ভাটিতে বাড়ছে।

আরএএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।