জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৮ জুলাই ২০২৫

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে রংপুর স্টেডিয়ামের ইনডোর চত্বরে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার উদ্যোগে এ কার্যক্রম চলে।

এতে একজন গাইনি, একজন শিশু ও তিনজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।

এছাড়া রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং কৃমিনাশক ওষুধসহ চিকিৎসাধীন রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হয়ে চিকিৎসা কার্যক্রম চলে দুপুর ২টা পর্যন্ত।

চিকিৎসা নিতে আসা জুম্মাপাড়ার গৃহিণী রিকু বেগম বলেন, তার ছয়মাস বয়সী মেয়ে শারীরিকভাবে অসুস্থ। সুজি ছাড়া বুকের দুধও খায় না। এছাড়া ছয় বছর বয়সী ছেলের জ্বর। লোকমুখে চিকিৎসার কথা শুনে এখানে এসেছেন।

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

হনুমানতলা এলাকার কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, তার ডায়াবেটিস ও বুকে ব্যথা। এখানে এসে প্রথমে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন। এরপর বুকের ব্যথার জন্য ডাক্তার দেখান।

সেনাবাহিনীর চিকিৎসক দলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিয়ে শুরু হয় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে চিকিৎসাসেবা কার্যক্রম। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এর বেশি রোগী হলেও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত থাকবে।

৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডারের দিক নির্দেশনায় চিকিৎসাসেবা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক মেডিকেল সার্ভিস (এডিএমএস) কর্নেল রেজা।

জিতু কবীর/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।