নাব্য সংকট

দৌলত‌দিয়ায় বন্ধ ৭ নম্বর‌ ফেরিঘাট, সচল ৩ ও ৪ নম্বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

নাব্য সংক‌ট নিরস‌নে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় বন্ধ র‌য়েছে রাজবাড়ী দৌলত‌দিয়ার সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফে‌রিঘাট।

শ‌নিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থে‌কে ঘাট‌টি দি‌য়ে যানবাহন পারাপার বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

এদিকে ৭ নম্বর ঘাট‌টি বন্ধ থাক‌লেও সচল র‌য়েছে ৩ ও ৪ নম্বর ফে‌রি ঘাট। ফ‌লে নদীপাড়ে যানবাহ‌নের কোনো সি‌রিয়াল নেই।

জানা ‌গে‌ছে, দৌলতদিয়া ঘাট দে‌শের গুরুত্বপূর্ণ এক‌টি ঘাট। এখা‌নে ৭‌টি ঘাট থাক‌লেও সচল র‌য়ে‌ছে ৩‌টি। সম্প্রতি নদী‌র পা‌নির ক‌মে যাওয়ায় বি‌ভিন্ন স্থা‌নে দেখা দি‌য়েছে নাব‌্য সংকট। যার কার‌ণে ব‌্যাহত হ‌চ্ছে ফে‌রি চালাচল।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ৭ নম্বর ঘা‌টের অভিমু‌খে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় সকাল ৯টা থে‌কে ৭ নম্বর ফে‌রি ঘাট‌টি সাম‌য়িকভা‌বে বন্ধ র‌য়ে‌ছে। ত‌বে যানবাহন পারাপা‌রে অন‌্য দুইটি ঘাট সচল আছে। যানবাহ‌নের চাপ না থাকায় দৌলতদিয়ায় কোনো সি‌রিয়াল নেই। বতর্মা‌নে ১২‌টি ফে‌রি দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।


রুবেলুর রহমান/এফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।