ভৈরব পাড়ে ১৭ মিনিটে ‘ফ্যাসিবাদের ভয়াবহতা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫

যশোরে চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমি নিয়ে রচিত ‘জুলাই জ্বলে উঠুক’ নাটক মঞ্চস্থ হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব নদের পাদদেশে পার্কে নাটকটি মঞ্চস্থ করেন জেলার জুলাই আন্দোলনের যোদ্ধারা।

যশোর জিলা পরিষদের আয়োজনে আইডিয়া প্রতিযোগিতার ১৭ মিনিটের এই নাটকে ফ্যাসিবাদের ভয়াবহতা ফুটিয়ে তোলা হয়।

নাটকটির নির্দেশক জানান, আন্দোলন পরবর্তী জুলাই স্মৃতি রোমন্থন করে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নাটকটি রচিত হয়েছে।

যশোরে চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমি নিয়ে রচিত ‘জুলাই জ্বলে উঠুক’ নাটক মঞ্চস্থ হয়েছে

নাটকটি দেখতে সাধারণ মানুষও পার্কে ভিড় জমান। অনেকেই ফোনে সেসব দৃশ্য ধারণ করেন।

নাটকের নিদের্শক সোহানুর রহমান সোহাগ বলেন, নাটকটিতে আমরা দেখিয়েছি চব্বিশ জুলাই-আগস্টে ঘটে যাওয়া ঘটনা। সেই সময়ে কীভাবে লাখ লাখ ছাত্র-জনতা তাদের ন্যায্য আন্দোলনে এক হয়েছিল। কীভাবে তারা সংগঠিত হয়েছেন। আন্দোলনে শহরের গলি কীভাবে স্লোগানে স্লোগানে মুখরিত হয়।

গত এক মাস ধরে যশোরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও আট উপজেলার ১১টি স্থানে ‘জুলাই জ্বলে উঠুক’ নাটক মঞ্চস্থ হয়েছে বলেও জানান তিনি।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।