উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ ( কক্সবাজার)
প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৫ আগস্ট ২০২৫

কক্সবাজারের উখিয়ার পালংখালি সীমান্তের বেড়িবাঁধ থেকে মাদক কারবারিদের ফেলে যাওয়া ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটেলিয়ন (৬৪) বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।

তিনি বলেন, সাম্প্রতি উখিয়া ব্যাটেলিয়ন (৬৪) বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে সংবাদ পাওয়া যায়। এমন ঘটনায় টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ টহলদল কাটাখাল নামক স্থানে অবস্থান করে। পরে মিয়ানমার থেকে ৭ জন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের ওপর এলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা চারটি কাপড়ের কালো ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল ব্যাগগুলেতে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এলাকাটিতে আরও বিশদভাবে তল্লাশি কার্যক্রম চালানো হলেও আর কোনো মালামাল পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধার ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর আলম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।