সংখ্যালঘুদের পাশে শেখ হাসিনা আছেন ও থাকবেন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডা. শ্রী বীরেন শিকদার বলেছেন, সংখ্যালঘুদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এবং থাকবেন। দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত হবে।
দুর্বৃত্তদের হাতে নিহত ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর স্বজনদের সমবেদনা ও অনুদানের টাকা দিতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সম্প্রতি পাবনার শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার বিষয়টি ছোট বা তুচ্ছ ঘটনা বলে মনে করার প্রয়োজন নেই। এসব নৃশংস ঘটনার পেছনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনও জড়িত থাকতে পারে। কাজেই তিনি স্থানীয় লোকদের সংঘবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোরুল আজিম, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নিহতের স্ত্রীর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়।
আরাফাত হোসেন/এসএস/এবিএস