লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক তার কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টিঘর পশ্চিম পাড় এলাকায় করিম মিয়ার জমির মধ্য দিয়ে বাঁশের খুঁটিতে বিদ্যুতের সার্ভিস তার একটি বাড়িতে সরবরাহ করা হয়েছে। সকালে কোনো এক সময়ে ওই সার্ভিস তার সজিব কেটে চুরি করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সরাইল থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।